এবারে কার্নিভালে দেখা গেলো রেকর্ড সংখ্যক বিদেশি জানালেন কুনাল ঘোষ
TODAYS বাংলা: উৎসবের কার্নিভালে রেকর্ড সংখ্যক পুজো, ভিড়, রেকর্ড বিদেশি, পারফরম্যান্সে সাংস্কৃতিক বৈচিত্র। এঁরা সবাই তিলোত্তমার ন্যায়বিচারও চান। দ্রোহের কার্নিভালের নামে কিছু বাম, অতি বামের রাজনৈতিক কিছু জমায়েত, বিঘ্ন ঘটানোর জন্য। জুনিয়র ডাক্তার এবং কিছু বাম মিলে কার্নিভাল ফেরত জনতাকে যানজটে ফেললেন। নিজেদের এলাকার দিকে ফেরার পথে পুজো কমিটির সঙ্গে অসভ্যতা করল কিছু লোক। কোনো পুজো কমিটি প্ররোচনায় পা দেয়নি। কিন্তু দুর্গা কার্নিভাল বিঘ্নিত করার এই মরিয়া চেষ্টা মনে রাখা ভালো। লিখলেন কুণাল ঘোষ