April 22, 2025 | Tuesday | 4:36 AM

এবার জগদ্ধাত্রীকে নিয়ে একটি বিশেষ বই লিখতে চলেছে কৌশিকী, ব্যোমকেশ-অজিত সমীকরণ দেখছেন দর্শক

0

জনপ্রিয় বাংলা ধারাবাহিক “জগদ্ধাত্রী স্বয়ম্ভু”-এর গল্পটি এবার কলকাতার মঞ্চে আসছে। ধারাবাহিকের মূল চরিত্র কৌশিকী এবার অভিনয়ের পাশাপাশি লেখার কাজেও হাত দিচ্ছেন। তিনিই এই নাটকের গল্প ও চিত্রনাট্য লিখবেন।

কৌশিকী জানান, তিনি সবসময়ই নাটক লেখার স্বপ্ন দেখতেন। “জগদ্ধাত্রী স্বয়ম্ভু”-এর গল্প তাকে অনেক অনুপ্রাণিত করেছে। তাই তিনি এই নাটকের গল্প ও চিত্রনাট্য লিখতে চান।

নাটকটি প্রযোজনা করবেন প্রযোজক সুধীর চক্রবর্তী। নাটকটিতে কৌশিকীর পাশাপাশি অভিনয় করবেন ঋষিরাজ, ঋদ্ধিরাজ, সোহিনী, সৌমিলি, ও অন্যান্যরা। নাটকটি আগামী বছরের ফেব্রুয়ারিতে মঞ্চে উঠবে বলে আশা করা হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *