April 21, 2025 | Monday | 4:12 AM

এ করোনা সেই করোনা নয়: ফিরহাদ হাকিম

0

নিজস্ব প্রতিবেদন, কলকাতাঃ “এ করোনা সেই করোনা নয়”। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন ফিরহাদ হাকিম। ইতিমধ্যেই বহু মানুষ রাজ্যে দিনে দিনে করোনায় আক্রান্ত হচ্ছেন। ডবল ভ্যাকসিনের ডোজ থাকা সত্বেও অনেকে নতুন করে অসুস্থ হচ্ছেন। অধিকাংশই উপসর্গহীনভাবে অসুস্থ হচ্ছেন। অনেকেরই কেবল সর্দি, কাশি কিংবা জ্বর হচ্ছে। ৫-৬ দিন পর আবার আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছেন। এটা করোনা নয়। এটা ফ্লু। ফিরহাদের দাবি, এই করোনা সেই করোনা নয়। অযথা আতঙ্কিত হওয়ার দরকার নেই।


স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ হাজারের গন্ডি পেরিয়েছে। আজ রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪০২২ জন। মৃত্যু হয়েছে ১৭ জনের। যা উদ্বেগ বাড়াচ্ছে চিকিৎসা মহল জুড়ে। রাজ্যে এই মুহুর্তে করোনার গ্রাফ একদিকে উর্দ্ধমুখী। আবার আরেকদিকে করোনার কবলে রাজ্যের বহু চিকিৎসক। তার জেরে হাসপাতালে ঠিক মতো চিকিৎসা পরিষেবা বহাল রাখতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে। বাইরে থেকে চিকিৎসা পরিষেবা চালু রাখতে হচ্ছে রাজ্য সরকারকে। যদিও ফিরহাদের দাবি, “এই করোনা সেই করোনা নয়”।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *