April 19, 2025 | Saturday | 11:42 PM

ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ কে সাক্ষী রেখে টিম আর আর আর এর প্রমোশন

0

TODAYS বাংলা: জয়পুরে ছবির প্রচার সেরে এবার কলকাতায় প্রমোশন শুরু করল টিম আর আর আর।
বড় পর্দায় ছবিটি মুক্তি পাচ্ছে আগামী 25 শে মার্চ। বাহুবলী খ্যাত বিখ্যাত পরিচালক এস এস রাজামৌলি এবার তিলোত্তমায়, তিনি শুধু একা নন, সঙ্গে এসেছেন পুরো আর আর আর টিম।

ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বললেন তারা সকলে। ফেয়ারলি প্লেস এ উপস্থিত হয় টিম আর আর আর। উদ্দেশ্য তাদের ছবির প্রমোশন।

কাঠফাটা রোদে যখন শহরের তাপমাত্রা অস্বস্তি বাড়াচ্ছে সাধারণ মানুষের, তখনই যেন হাওড়া ব্রিজে কে মধ্যমনী করে ট্রিপল আর লেখা টি-শার্ট পড়েই ধরা দিলেন পরিচালক এস এস রাজামৌলি এবং দুই অভিনেতা জুনিয়র এনটিআর এবং এনটিআর।

পুরো দেশ জুড়ে তার ছবির প্রমোশন চালাচ্ছেন তারা অভিনব কলকাতার। কলকাতার আসার আগেই স্ট্যাচু অফ ইউনিটির তলায় দাঁড়িয়ে ছবির প্রচার সেরে এসেছেন এস এস রাজামৌলি এবং ছবি দুই তারকা রামচরণ আর জুনিয়র এনটিআর।

রাজামৌলির শেষ ছবি বাহুবলি যে পরিমাণ সাফল্যের রেকর্ড ছুয়েছিল সেই জন্য পরিচালককে ঘিরে দেখা গেল আলাদা উন্মাদনা। কলকাতার পরে ছবির প্রচারে যাবেন বানারাস এবং দুবাইতে। কলকাতা কি একটু স্পেশাল, প্রশ্ন করাতেই চওড়া হাসি ছবির নির্মাতার চোখে-মুখে। রাজামৌলি জানালেন অজয় দেবগন, আলিয়া ভাট এবং অলিভিয়া মরিচ কেও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা ছবির।

ছবির প্রমোশনের একেবারেই হিরোর মতো উজ্জ্বল উপস্থিতি ছিল পরিচালক এস এস রাজামৌলির। ডার্ক ধূসর রঙের শার্ট এবং কাঁচাপাকা দাড়িতে রোদচশমা পরে হিরোর মত সামনে আসেন পরিচালক, তার একপাশে লাল শার্ট পরে দাঁড়িয়ে ছিলেন রামচরণ আর এক পাশে কালো ব্লেজার পড়ে জুনিয়র এন টি আর। তিন তারকাকে এক ফ্রেমে পেয়ে ছবি তোলার হিড়িক পড়ে যায় সকলের মধ্যে। মুহুর্তের মধ্যে ছবি হয়ে যায় ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

গঙ্গার পাড়ে তখন উপচে পড়া ভিড়, হাওড়া ব্রিজ থেকে জনপ্রিয় তারকাদের একবার একঝলক দেখার চেষ্টায় প্রতীক্ষা ভক্তদের। তাদের সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ প্রশাসন। শেষে সবাই জানালেন কলকাতা তাদের সবচেয়ে প্রিয় শহর, কলকাতার মানুষ তাঁদের কাছে খুব প্রিয়। অনুরোধ করলেন সকলকে ছবি টি দেখার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *