ওয়ার্ড নং ১ সাধারণ দুর্গোৎসব ও প্রদর্শনী – এর এবারের থিম ‘ফুল কুমারী’
TODAYS বাংলা: ওয়ার্ড নং ১ সাধারণ দুর্গোৎসব ও প্রদর্শনী (জগৎ মুখার্জি পার্ক) এবার ৮৭ তম বর্ষে পদার্পণ করলো। আগের বছর তাদের থিম ছিল “বর্ষা মঙ্গল”।
এর এবারের থিম হল ‘ফুল কুমারী’। তাদের এই থিমের ভাবনার কারণ বিভিন্ন আর্ট কলেজের জীবন্ত মডেলদের প্রতি সম্মান জানাতে। আগের বছর তাদের থিম ছিল “লক্ষী “। ২৩ জুলাই থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়।আলোকসজ্জায় রয়েছেন নন্দী ইলেকট্রিক । শিল্পী হিসেবে রয়েছেন পরিমল পাল। এছাড়া বিশেষ অনুষ্ঠান এর আয়োজন করা হবে তার মধ্যে রয়েছে ১০০ জন বয়স্ক মানুষদের খাওয়া দাওয়ার ব্যাবস্থা।
