April 20, 2025 | Sunday | 6:56 AM

কংক্রিটের বাঁধ নির্মাণের দাবি শ্যামপুরবাসীদের

0

অভিজিৎ হাজরা, TODAYS বাংলা:

২০২২ সালের মার্চ মাসে গ্ৰামীণ হাওড়া জেলার শ্যামপুর ১ নং ব্লকের বেলাড়ি গ্ৰাম পঞ্চায়েতের গড়চুমুকের কাছে পূর্ব বাসুদেবপুরে হুগলি নদী বাঁধে বিপজ্জনক ভাবে প্রায় ১৭০ মিটার ধস নেমেছিল।নদী বাঁধ ধসার পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর ছিল যে, গড়চুমুক থেকে হুগলি নদী বাঁধ বরাবর ঢালাই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।এক বছর অতিক্রান্ত হলেও সেই রাস্তায় এখন ও যান চলাচল শুরু হয় নি।২০২০ সালের মার্চ মাসে হুগলি নদী বাঁধে ধস নামার ফলে একটি প্রাথমিক বিদ্যালয় অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।ওই প্রাথমিক বিদ্যালয় এখনও সেই জায়গাতেই আছে। পূর্বের জায়গায় ফিরে আসতে পারে নি।


পুনরায় কিছু দিন আগে হুগলি নদী বাঁধ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাঁধের দিকে প্রায় ৫০ মিটার নতুন করে ফাটল দেখা দিয়েছে।নদী বাঁধের এই ফাটল সরেজমিনে পরিদর্শন করে গেছেন সেচ দফতরের আধিকারিকবৃন্দ সহ ইঞ্জিনিয়াররা। হুগলি নদী বাঁধের ধস রোখার জন্য কী কী ব্যবস্থা নেওয়া দরকার সেই বিষয়ে আলোচনা করেছেন সেচ দফতরের আধিকারিকবৃন্দ সহ ইঞ্জিনিয়াররা।
গ্ৰামবাসীদের প্রশ্ন , বর্ষাকাল সামনেই। সেই সময় কী হবে? এটা চিন্তা করেই এলাকাবাসীদের খাওয়া – ঘুম ছুটেছে।আতঙ্কে দিন রাত্রি কাটাচ্ছেন হুগলি নদী বাঁধ সংলগ্ন এলাকার মানুষেরা। তার মধ্যেই ‘মোচা ‘ ঘুর্ণী ঝড়ের খবরে আতঙ্ক আর ও বাড়ছে।
বিপজ্জনক পরিস্থিতি পর্যালোচনার জন্য পুনরায় সেচ দফতরের আধিকারিকবৃন্দ সহ ইঞ্জিনিয়াররা পূর্ব বাসুদেবপুরে হুগলি নদী বাঁধ সংলগ্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এসেছিলেন নিম্ন দামোদর নির্মাণভুক্তি ২ নম্বরের একজিকিউটিভ ইঞ্জিনিয়ার অঞ্জন মন্ডল,সেচ দফতরের সিজবেড়িয়ার সাবডিভিশনাল ইঞ্জিনিয়ার চন্দ্রশেখর রাপ্তান সহ অন্যান্য আধিকারিকবৃন্দ। তাঁরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান নি।


নতুন করে যেখানে ৫০ মিটার ধস নেমেছে সেখানে সেচ দফতরের নির্দেশে মাটির বস্তার উপর জিও শিট বাঁধা হয়েছে।বড় নৌকা করে ওই জিও শিট আনা হয়েছে।সেচ দফতর সূত্রে জানা যায়,ওই এলাকায় বাঁধের ৫০ মিটার এলাকা জিও শিট দিয়ে মুড়ে ফেলা হবে। হুগলি নদীর নীচের দিকে ১০ মিটার ও বাঁধের দিকে ৪০ মিটার জিও শিট দিয়ে ধস রোখার পরিকল্পনা আছে।
জিও শিট দিয়ে ধস রোখার কাজ শুরু হলেও তাতে সন্তুষ্ট নন এলাকাবাসীবৃন্দ। তাঁরা চান বাঁধের ধস রোখার স্থায়ী সমাধান। এলাকাবাসীদের দাবি হুগলি নদী বাঁধের ধস রোখার জন্য কংক্রিটের বাঁধ নির্মাণের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *