কলকাতায় বাজে কদমতলা ঘাটে গঙ্গা আরতির শুভ সূচনার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
TODAYS বাংলা, শ্রেয়া দাস: কলকাতায় বাজে কদমতলা ঘাটে উদ্বোধন হলো গঙ্গা মায়ের পুজো। আজ থেকে তার শুভ সূচনা হলো গঙ্গা আরতির মাধ্যমে। অনেকদিন আগে থেকেই এই পরিকল্পনা করেছিলেন আজ তার সূচনা হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে।


উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট অতিথি এবং মন্ত্রিগণ। রাজ্যের মেয়র ববি হাকিম, মালা রায়, সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় এবং আরও অনেকে। এবার থেকে সকলেই এই গঙ্গা আরতির সাক্ষী হতে পারবেন কলকাতার বুকে।