কস্মেটোলোজিস্টের পাশাপাশি মেকআপ আর্টিস্ট সীমা
TODAYS বাংলা:
দু বছর হলো মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করছেন সীমা। অনেক স্ট্রাগল করে এই জায়গায় এসেছেন তিনি আরও স্ট্রাগল করতেও চান কারণ তার মতে মেকআপ করতে গেলে মানুষকে ধৈর্য্য রাখতে হয়। নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে নিজেকে নতুন ভাবে তৈরি করতে চান তিনি।


গোটা পরিবার, ভাই সকলেই ভীষণ ভাবে পাশে থেকেছেন তার। TODAYS বাংলার সাথে দুটো কাজ করেছেন এই নিয়ে। সবার সহযোগিতা, সুষ্ঠু পরিচালনায় কাজ করা সকল মেকআপ আর্টিস্ট এর কাছে বড় পাওয়া। খুবই আনন্দ পেয়েছেন সীমা। মেকআপ আর্টিস্ট এর পাশাপাশি তিনি একজন কস্মেটোলোজিস্ট। চুল, নখ, ত্বক এই সব কিছু নিয়েই কাজ করতে ভালোবাসেন।


