April 21, 2025 | Monday | 4:08 AM

কুণালকে সরাসরি চড় মারার হুঁশিয়ারি দিয়েছিলেন প্রাক্তন অভিনেত্রী, পাল্টা জবাব দিলেন তৃণমূল নেতা

0

TODAYS বাংলা: প্রশাসনের বিরুদ্ধে বারবার প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। এবার এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে শুরু হয়েছে শুনানি। তার প্রাক্কালে মেয়েদের রাত দখল করার কর্মসূচি হয়। এখান থেকেই তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষকে আক্রমণ করা হয়েছে। আর যে মহিলা কুণাল ঘোষকে চড় মারার কথা বলেছেন তাঁর ভিডিয়ো নিয়ে নিজের পাল্টা জবাব দিলেন কুণাল ঘোষ।সোমবার এক্স হ্যান্ডেলে সেই ভিডিয়ো এবং নিজের জবাব তুলে ধরেন কুণাল ঘোষ। আর তাতে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। কারণ যিনি কুণাল ঘোষকে চড় মারবেন বা চুল টেনে ছিঁড়ে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি একজন অভিনেত্রী। নাম পাপিয়া অধিকারী।

এবার তাঁকেই পর পর দুটি এক্স হ্যান্ডেলে পোস্ট করে পাল্টা জবাব দিলেন কুণাল।এরপরই শুরু হয় কুণাল ঘোষের জবাব দেওয়ার পালা। প্রথম এক্স হ্যান্ডেল পোস্টে ভিডিয়ো শেয়ার করে কুণাল লেখেন, ‘‌দেখলাম। মহিলা বলে সুযোগ নিলেন। চড়??? মনে রাখলাম। আরজি করে কোনো অন্যায় সমর্থন করিনি। ভুলকে ভুল বলেছি। ন্যায়বিচার চাই। ধানতলা, বানতলায় কোথায় ছিলেন???? হ্যাঁ, জেলে ছিলাম। দোষী নই। লড়ছি আইনে। আর জোড়া খুনের সাজাপ্রাপ্ত ১২ বছর জেলে থাকা কমরেডকে নিয়ে বিচার মিছিল? নাটক করছেন।’‌ তারপর সরাসরি নাম উল্লেখ করে দ্বিতীয় পোস্টে কুণাল ঘোষ লিখেছেন, ‘‌পাপিয়া অধিকারী নামে এক প্রাক্তন নায়িকা, একদা সিপিএম, পরে বোধহয় বিজেপি প্রকাশ্যে আমাকে চড় মারবেন, চুল ধরে টানবেন, মানে খামচাখামচি টাইপের হুমকি দিয়েছেন দেখলাম। আমার চুল কমে এসেছে। সেগুলোতে নজর দেওয়া ঠিক নয়। বরং চুল বাড়ার কোনো ওষুধ থাকলে জানান। ফুটেজ খাচ্ছেন খান। শুভেচ্ছা।’‌

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *