কুণাল ঘোষের সঙ্গে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায় এর সাক্ষাৎ ভালো মনে নেননি জুনিয়র ডাক্তাররা
TODAYS বাংলা: তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ নিয়ে ‘ক্ষুণ্ণ’ জুনিয়র ডাক্তারেরা। শুক্রবার সকালে এমনটাই জানালেন তাঁদের আন্দোলনের অন্যতম পরিচিত মুখ আসফাকুল্লা নাইয়া। তিনি জানিয়েছেন, নারায়ণ তাঁদের সিনিয়র। কুণালের সঙ্গে কেন তিনি বৈঠক করলেন, তা জানা নেই।

তবে এতে তাঁরা দুঃখ পেয়েছেন। কুণালের সঙ্গে কথা বলে জুনিয়র ডাক্তারদের সমস্যাগুলির কোনও সুরাহা হবে না বলেই মনে করেন তাঁরা।আসফাকুল্লা বলেন, ‘‘আমরা ক্ষুণ্ণ। কেন উনি কুণালের সঙ্গে দেখা করলেন, জানি না। আমরা এর প্রতিবাদ করছি না। তবে আমরা দুঃখ পেয়েছি।’’ তিনি আরও বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে দেখা করে কথা বললে আমাদের সমস্যার সমাধান হলেও হতে পারে। কিন্তু কুণাল ঘোষের সঙ্গে কথা বলে এর কোনও সমাধান হবে বলে আমাদের মনে হয় না।’’