কোচবিহারের রাসমেলাতে শিলিগুড়ির মেয়র গৌতম দেব
TODAYS বাংলা: তিনি গতকাল সন্ধ্যায় কোচবিহারের রাসমেলাতে উদ্বোধন করলেন অন্যান্যদের সাথে। মেয়রের সাথে গার্গি রায়চৌধুরী এবং অভয়া বসু গেছেন রাসমেলাতে। মেয়র জানালেন কোচবিহারের রাস মেলা ভারত বিখ্যাত, তাই প্রতিবারের মত এবারেও রাসমেলা দেখবার লোভ সামলাতে পারলাম না।এদিন মেয়র অন্যান্যদের সাথে গোটা কোচবিহার শহরটিকে ঘুরে দেখেন। মেয়রের সাথে এদিন ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার নেতৃত্ব।

মেয়র এদিন চায়ের দোকানে বসে সাংবাদিকদের জানান আমরা ছোটবেলার থেকেই কোচবিহারে এসেছি,এই শহরটাকে মন থেকে ভালবাসি,তাই বারেবারে ছুটে আসি। ভালবাসি তাই এখানে আসি। আর রাসমেলাতে বারেবারে আমি আসবোই। এদিন মেয়র জানান আমরা এখানে আসি মানুষের সাথে মিশতে এবং কথা বলতে।তাই এখানে এসে আমি নিজেকেই খুজে পাই।