খারিজ করা হলো ভারতের আবেদন, রুপোর পদকও দিতে নারাজ বিশ্ব কুস্তি সংস্থা
TODAYS বাংলা: সোনা না হলেও অন্তত রুপো নিয়ে ঘরে ফিরুন ভিনেশ ফোগাট। অলিম্পিকে পদক জিতুন ভারতের কন্যা। এই দাবিতে বিশ্ব কুস্তির সর্বোচ্চ সংস্থার কাছে আবেদন জানিয়েছিল ভারতের কুস্তি ফেডারেশন। কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে বিশ্ব কুস্তি সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কোনওভাবেই ভারতীয় কুস্তিগিরকে পদক দেওয়া সম্ভব নয়। খেলার নিয়ম জানেন প্রত্যেক কুস্তিগিরই। সেই নিয়ম মেনেই সিদ্ধান্ত নিতে হবে সর্বোচ্চ সংস্থাকে। বুধবার মার্কিন কুস্তিগিরের বিরুদ্ধে ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে নামার কথা ছিল ভিনেশের। কিন্তু প্যারিসের স্থানীয় সময় সকালে ওজন করার সময় দেখা যায় ভিনেশের ওজন বেড়ে গিয়েছে। ৫০ কেজি বিভাগে তাঁর নামার কথা কিন্তু ওজন করার সময় দেখা যায় একশো গ্রাম বেশি হয় নির্ধারিত ওজনের থেকে। নিয়ম অনুযায়ী, কেবল সোনা আর ব্রোঞ্জ পদকই দেওয়া হবে কুস্তির ৫০ কেজি বিভাগের ফ্রিস্টাইল বিভাগে। ভিনেশকে খালি হাতে দেশে ফিরতে হচ্ছে। ইউডব্লিউডব্লিউ-এর নিয়ম অনুযায়ী, ভিনেশ ফোগাট সবার শেষে শেষ করছেন প্রতিযোগিতা।
