খোঁজ পাওয়া গেলো সন্দীপ ঘোষের আরও এক সম্পত্তির
TODAYS বাংলা: একাধিক দুর্নীতির কান্ডে ইতি মধ্যেই সিবিআই হেফাজতে আছেন সন্দীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির যেমন অভিযোগ উঠেছে ঠিক তেমনই বিভিন্ন জায়গায় প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে।বহরমপুর শহরের বাবু পাড়াতে অবস্থিত এই চারতলা ফ্ল্যাটে তিনি মাঝেমধ্যেই আসতেন। শুধু ফ্ল্যাট নয়, সঙ্গে একটি গাড়ির গ্যারেজেরও সন্ধান পাওয়া গিয়েছে। দশ বছর আগে এই ফ্ল্যাট তিনি ক্রয় করেছিলেন।অন্যদিকে এই ঘটনা সামনে আসতেই ফ্ল্যাটের অন্যান্য প্রতিবেশী তারাও সন্দীপ ঘোষের শাস্তির দাবিতে সরব হয়েছেন। 4E এই ফ্ল্যাটে বর্তমানে তালাবন্ধ অবস্থায় রাখা আছে। “

width=”1080″ height=”1350″ /> অন্যদিকে এই ঘটনা সামনে আসতেই ফ্ল্যাটের অন্যান্য প্রতিবেশী তারাও সন্দীপ ঘোষের শাস্তির দাবিতে সরব হয়েছেন। 4E এই ফ্ল্যাটে বর্তমানে তালাবন্ধ অবস্থায় রাখা আছে।পাশাপাশি ফ্ল্যাটের প্রতিবেশীদের অভিযোগ, তিনি অনলাইনে টাকা পাঠাতেন ফ্ল্যাট রক্ষণাবেক্ষণের জন্য। ইলেকট্রিকের বিল মেটাতেন অনলাইনের মাধ্যমেই। তবে মাঝেমধ্যে এলেও তাঁর সঙ্গে অনেক সঙ্গী আসতেন এই বহরমপুর শহরে।কলকাতাতে তাঁর ফ্ল্যাট থাকলেও মুর্শিদাবাদের বহরমপুরে তিনি কী কারণে এই ফ্ল্যাট ক্রয় করেছিলেন তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অন্যান্য ফ্ল্যাটের অবাসিকরা।