April 20, 2025 | Sunday | 7:29 PM

গড়িয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি নবদূর্গা – এর এবারের থিম ‘সাবেকিয়ানা’

0

TODAYS বাংলা: গড়িয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি নবদূর্গা ৮৩তম বর্ষে পদার্পণ করেছে। তাদের থিম বরাবর সাবেকিয়ানা হয়ে আসছে। এবারেও তাদের থিম হল ‘সাবেকিয়ানা’। তাদের এই থিমের ভাবনার কারণ পুরাণ মতে দেবী দুর্গার যে ১০৮টি রূপ আছে, তার মধ্যে থেকে বেছে নিয়ে প্রতি বছর তারা মা এর নটি রূপের প্রতিমা দর্শনার্থীদের সামনে তুলে ধরার চেষ্টা করেন । প্রতি বছর মা এর রূপের পরিবর্তন করা হয় ।

আগস্ট মাসের শেষের দিক থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যায়।আলোকসজ্জায় রয়েছেন মেট্রো লাইট অ্যান্ড সাউন্ড । শিল্পী হিসেবে রয়েছেন তপন ভট্টাচার্য্য। এছাড়া বিশেষ অনুষ্ঠান এর আয়োজন হিসেবে থাকছে দশমীর দিন বস্ত্র বিতরণ অনুষ্ঠান , এ ছাড়াও ষষ্ঠী থেকে দশমী অব্ধি প্রতিদিন জনসাধারণের জন্য ভোগের আয়োজন করা হয়ে থাকে যা প্রায় ১০০০ লোক প্রতিদিন পেয়ে থাকে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *