April 20, 2025 | Sunday | 6:51 AM

গণইস্তফা গ্রাহ্য করবে না জানিয়ে দিলো রাজ্য সরকার

0

TODAYS বাংলা: সরকারের কাছে ‘গণইস্তফা’ গ্রাহ্য পদত্যাগ নয়। শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে এ’কথা স্পষ্ট জানালেন ম‌ুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “পদত্যাগ হল নিয়োগকর্তার কাছে ব্যক্তিগত ভাবে নিযুক্তর চিঠি। ফলে ‘গণইস্তফা’ গ্রাহ্য পদত্যাগ নয়। সরকার এটা পদত্যাগ বলে ধরছে না। আর জি কর হাসপাতালে ১০৮ জন, IPGEMR- এ ২৭ জন চিকিৎসকের বিক্ষিপ্তভাবে চিঠি এসেছে৷ তাই এটা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। এই বিষয়ে সরকার বিভ্রান্তি দূর করতে চায়। বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে এগুলি জমা পড়েছে।”
‘গণইস্তফা’-র এই পদক্ষেপ প্রথম শুরু হয়েছিল আরজি কর হাসপাতাল থেকে। ত মঙ্গলবার আরজি কর হাসপাতালের ৫০ জন সিনিয়র ডাক্তার ‘গণইস্তফা’ দিয়েছিলেন। পরে কলকাতা মেডিক্যাল, ন্যাশনাল মেডিক্যাল, এসএসকেএম হাসপাতাল, সাগর দত্ত মেডিক্যাল, এনআরএস-সহ বিভিন্ন হাসপাতালের সিনিয়র ডাক্তারেরা একই পদক্ষেপ করেছিলেন। । উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও গত বুধবার অন্তত ৫০ জন সিনিয়র ডাক্তার ‘গণইস্তফা’ দিয়েছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *