গুজরাটের পর ধীরে ধীরে গোটা দেশে লাগু হবে সিএএ
TODAYS বাংলা: গুজরাটের পর ধীরে ধীরে গোটা দেশে লাগু হবে সিএএ।বুধবার দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে একথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নাগরিকত্ব আইন(সিএএ) ধীরে ধীরে গোটা দেশে লাগু হবে।বঞ্চিত নিপীড়িত হিন্দু সহ অন্যান্যদের জন্য এই সিএএ।শুধু গুজরাটে নয় ধীরে ধীরে সারা ভারতবর্ষেই লাগু করা হবে সিএএ।

শিলিগুড়িতে ডেঙ্গি নিয়ে তিনি বলেন, শিলিগুড়ি পুরনিগমের আধিকারিক থেকে শুরু করে জনগণ সকলকেই সচেতন হতে হবে এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে।