‘গুনস অ্যান্ড গুলাবস’ এর ফাস্ট লুক শেয়ার করলেন রাজকুমার রাও
TODAYS বাংলা : নেটফ্লিক্সের প্রথম সিরিজের ঘোষণা করলেন রাজকুমার রাও।

৯০ এর দশকে আমার লুককে ফিরিয়ে আনছে এই ছবি। তৈরি হন একটা দারুণ যাত্রার জন্য যেখানে অপরাধ আছে, প্রেম আছে আর দারুণ কিছু সংলাপ আছে।

‘গুনস অ্যান্ড গুলাবস’-এর পরিচালনা ও প্রযোজনায় রয়েছেন রাজ ও ডিকে।’

সোশ্যাল মিডিয়ায় এই পোস্টের সঙ্গে একটা ছবি। লম্বা চুল, নীল জ্যাকেট আর সাদা শার্ট পরে ঠাণ্ডা পানীয় খাচ্ছেন রাজকুমার রাও। তিনি ছাড়াও এই ছবিতে রয়েছেন ডালকর সলমন।
