গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বিধায়ক দেবাশীষ কুমার
TODAYS বাংলা: বুকে গুরুতর সংক্রমণ, হাসপাতালে ভর্তি হলেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশীষ কুমার। আপাতত তাঁকে 48 ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দোল উৎসব উপলক্ষে শান্তিনিকেতন গিয়েছিলেন তিনি, সেখানে সর্দি কাশিতে আক্রান্ত হন। কলকাতা ফেরার পরে আরো বেশি অসুস্থ হয়ে পড়েন তিনি।

এরপর তাকে করোনা পরীক্ষা কথা বলা হয় , যদিও রিপোর্ট নেগেটিভ আসে।

এরপর গত রবিবার তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়, চিকিৎসকের পরামর্শমতো হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
