গোবিন্দভোগ চালে কেন্দ্রীয় সরকারের চাপানো শুল্ক মুকুবের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বাংলার মুখ্যমন্ত্রীর
Todays bangla ::গোবিন্দভোগ চাল ইতিমধ্যে ইউরোপ ও গালফ দেশগুলিতে জনপ্রিয় হয়েছে। পশ্চিমবঙ্গে এই চাল উৎপাদিত হওয়ার দরুন রাজ্য জিআই পেয়েছে। রাজ্যে উৎপাদিত পদ্ধতিতে গোবিন্দভোগ চাষীদের আর্থিক সচ্ছলতা এসেছে এই চাষ করে। তাই বাংলার কৃষকদের স্বার্থে গোবিন্দভোগ চালের উপর কেন্দ্রীয় সরকারের চাপানো ২০ শতাংশ শুল্ক মুকুবের জন্য প্রধানমন্ত্রীকে বুধবার এই বিষয় নিয়ে চিঠি দিয়ে আর্জি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কেন্দ্রীয় সরকার গোবিন্দ ভোগ চালের উপর ২০ শতাংশ শুল্ক বসিয়েছে। এর ফলে গোবিন্দভোগ চাল ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে, ক্ষতিগ্রস্ত হতে বসেছেন চাষিরা। এর আগেও বাসমতি চালের উপরেও কেন্দ্রীয় সরকার শুল্ক বসিয়েছিলেন। কিন্তু পরে তা মুকুব করা হয়েছে। একইভাবে গোবিন্দভোগের উপর ধার্য করা শুল্ক মুকুব করা হোক, সেই চিঠি প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীর দফতর তরফে।
নবান্ন সূত্রের খবর, গোটা বিষয়টি নিয়ে পর্যালোচনা শুরু করেছে নবান্ন শীর্ষ মহল। শুল্ক বসানোর ফলে বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে কৃষকরা। মূলত তার জেরেই শুল্ক মুকুব করার দাবি রেখেছেন মুখ্যমন্ত্রী।