গোলাঘাটা সম্মিলনি এর এবারের থিম “সান্তা মারিয়া ডেলা স্যালুট”
TODAYS বাংলা: দীর্ঘ এক বছর পর মা আবার মর্তে আসছে আমাদের কাছে। ২০২৪ এর পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। বলা যায় আর গুটি কয়েকদিন রয়েছে বাকি। এবার কলকাতার কোন জায়গায় কি মন্ডপ হচ্ছে তার হদিশ পেলাম আমরা। এরকমই একটি বিখ্যাত পুজো মণ্ডপের কথা আপনাদের বলবো। গোলাঘাটা সম্মিলনি ৪৬ বছরের পুরোনো পুজো। যাদের এই বছরের থিম ” সান্তা মারিয়া ডেলা স্যালুট”।

এই থিমের মাধ্যমে ইতালির একটি চার্চের শিল্পকে সকলের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। আগের বছরের থিম ছিল রূপকল্প, এবারে তাদের অভিনব ভাবনা। মন্ডপ তৈরির কাজ ৪ মাস আগে থেকেই শুরু হয়ে গেছে । প্রতিমা সজ্জায় এবং মন্ডপ সজ্জায় রয়েছেন হরপ্রসাদ বরকন্দাজ এবং পরিমল পাল। এই বছরে তারা প্রায় প্রচুর সংখ্যক দর্শনার্থী প্রতি দিন আশা করছেন।