চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব
TODAYS বাংলা,সৌরভ দত্ত:
আগামী ২৯ অক্টোবর থেকে কলকাতায় শুরু হতে চলেছে চতুর্থ ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’।
এই উৎসব চলবে আগামী ২ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের ব্যবস্থাপনায় রবীন্দ্র সদনে এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. হাছান মাহমুদ, উপস্থিত থাকবেন বাবুল সুপ্রিয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ। এছাড়াও উপস্থিত থাকবেন জয়া আহসান, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম। এই উৎসবে মোট ৩৭টি ছবি দেখানো হবে। উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে হাসিনা: এ ডটার’স টেল, হাওয়া, পরাণ, গুণীন, চিরঞ্জীব মুজিব, কালবেলা, বিউটি সার্কাস, শাটল ট্রেন ও লাল মোরগের ঝুঁটি প্রমুখ।

নন্দন ১, ২ ও ৩-এ ছবিগুলো দেখানো হবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। বুধবার বিকেলে কলকাতা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সমগ্র তথ্য দেন অনাদালিব ইলিয়াস।