চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব
TODAYS বাংলা,সৌরভ দত্ত:
আজ কলকাতায় রবীন্দ্রসদনে উদ্বোধন হলো “চতুর্থ বাংলাদেশ আন্তর্জাতিক চলচ্চিত্র” উৎসব ।এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী।পদ্মা পাড় পেরিয়ে গঙ্গা পাড়েও উত্তরোত্তর বাড়ছে চঞ্চল চৌধুরীর অনুরাগীর সংখ্যা। বাংলাদেশের ‘মনপুরা’ ‘আয়নাবাজি’ ‘হাওয়া’ এর মতো অসাধারণ মানের ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। হাওয়ার অভাবনীয় সাফল্যের পর এ দিন কলকাতায় এলেন তিনি। চঞ্চল চৌধুরীর এপার বাংলার অনুরাগীরাও মুখিয়ে রয়েছেন প্রিয় অভিনেতার সঙ্গে একবার মুখোমুখি সাক্ষাতের জন্য।


পশ্চিমবঙ্গবাসীদের জন্য এই সুবর্ণ সুযোগ করে দিচ্ছে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আজ ২৯ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে ‘চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ । পাঁচ দিন ধরে চলবে এই অনুষ্ঠান। টলিউডের একাধিক তারকা উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে ।


এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনির্বাণ ভট্টাচার্য, জয়া আহসান, পরিচালক গৌতম ঘোষ, বিধায়ক বাবুল সুপ্রিয় প্রমুখ।
এই উৎসবে মোট ৩৭টি ছবি দেখানো হবে। উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে হাসিনা: এ ডটার’স টেল, হাওয়া, পরাণ, গুণীন, চিরঞ্জীব মুজিব, কালবেলা, বিউটি সার্কাস, শাটল ট্রেন ও লাল মোরগের ঝুঁটি প্রমুখ।
নন্দন ১, ২ ও ৩-এ ছবিগুলো দেখানো হবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।

