চতুর্থ শ্রেণীর ছাত্রের অসাধারণ গুন তাক লাগিয়ে দিল গোটা উত্তর ২৪ পরগণা
TODAYS বাংলা: উত্তর 24 পরগনা আগরপাড়া শিমুল তলার বাসিন্দা কৃষ্ণ দেবনাথ কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে।

চতুর্থ শ্রেণীর ছাত্র কৃষ্ণ দেবনাথ কাগজ দিয়ে বন্দুক সহ্ বিভিন্ন জিনিস তৈরি করেছে। একেবারে হুবহু আসল দেখলে বোঝাই যাবে না যে জিনিস গুলি কাগজের।

তার মা এই সম্বন্ধে জানিয়েছে ছোটবেলা থেকেই হাতের কাজ করার নেশা তার। ফেলে যাওয়া কাগজ ধূপকাঠির কাঠি দিয়ে সুন্দর সুন্দর জিনিস তৈরি করে সে।

এই বিষয় যদিও তাকে তার পরিবারের সবাই সাহায্য করে। তার বাবা একজন ব্যবসায়ী, তিনি জানিয়েছেন ছেলেকে তিনি উৎসাহ দেন।

আগামী দিনে কাগজের তৈরি জিনিস বানানোর জন্য হয়তো গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠে যাবে, এমনটাই আশা করছেন তার পরিবারের সদস্যরা।