চাকরি দেওয়ার নাম করে চলতো দেহ ব্যবসা
TODAYS বাংলা:
চাকরি দেওয়া হবে বলে করানো হত দেহ ব্যাবসা।আজ এই অভিযোগে চারজনকে প্রধাননগর এলাকা থেকে গ্রেপ্তার করল গোয়েন্দা বিভাগ এবং প্রধাননগর থানার পুলিশ। ধৃতদের মধ্যে তিনজন পুরুষ এবং একজন মহিলা। জানা গেছে প্রথমে সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপন দেওয়া হত,তারপরে চাকরির জালে জড়িয়ে মেয়েদের জোর করে নামিয়ে দেওয়া হত দেহ ব্যাবসাতে। ঝা চকচকে অফিস দেখলে বোঝাই যাবে না ভীতরে ঠিক কি ঘটছে।

বিশেষকরে মহিলারা মোটা মাইনের আশায় ঢুকে যেত এই চাকরীর প্রলোভনে। এই করে করে বেশ কয়েক লক্ষ টাকা রোজগার করে ফেলেছিল ওই গ্রুপটি। তারা ধরা পড়ে যায় এক বুদ্বিমান যুবতী এসে সবকিছু বুঝতে পেরে যাওয়ায়। সে যোগাযোগ করে গোয়েন্দা বিভাগ এবং খবর দেয় প্রধাননগর পুলিশকে।পরে গোয়েন্দা বিভাগ থেকে ছদ্মবেশে দুজনকে পাঠানো হয় ওই অফিসটিতে। যখন সবকিছু ঠিক হয়ে যাবার পরে তাদের দেহব্যাবসাতে নামানো হচ্ছিল তখন দুদিক থেকে এসে ঘিরে ফেলে গোয়েন্দা এবং প্রধাননগর পুলিশের দল। তাদের গ্রেপ্তার করে শিলিগুড়ি কোর্টে আজ পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে বেশ কয়েকটি দামী মোবাইল উদ্বার করেছে পুলিশ।