চিনের হাসপাতালে পড়ে ছেলের দেহ, দেহ ফেরাতে কেন্দ্রের দ্বারস্থ পরিবার
TODAYS বাংলা: চীনে ডাক্তারি পড়তে গিয়েছিলেন তামিলনাড়ুর এক পড়ুয়া আব্দুল শেখ।সেখানেই গুরুতর অসুস্থ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।৫ বছর ধরে চিনে থেকে পড়াশোনা করছিলেন। পড়ুয়ার পরিবারের দাবি,চিনে ফিরে ৮ দিনের বাধ্যতামূলক নিভৃতবাসে ছিলেন তিনি।সে সময়ই অসুস্থ হয়ে পড়ে সে,এরপর তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।সেখানেই মারা যান তিনি। তবে ঠিক কী কারণে আব্দুল মারা গেলেন,তা এখনও স্পষ্ট নয়।চিনে ভয়াবহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই ওই তরুণ মারা গিয়েছেন কি না,প্রশ্ন উঠছে তা নিয়ে।বিদেশ মন্ত্রক সূত্রের খবর, মৃত ওই তরুণের পরিবারের আর্থিক অবস্থা ভাল নয়।তাই তার বাবা-মা সন্তানের দেহ ফিরিয়ে আনার জন্য দ্বারস্থ হয়েছেন বিদেশমন্ত্রকের।