April 20, 2025 | Sunday | 8:49 AM

ছট পূজা উপলক্ষে মেয়রের পদক্ষেপ

0

TODAYS বাংলা: আসন্ন শ্রী শ্রী ছট্ পুজো সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে তথা ছট্ ব্রতীদের সুষ্ঠু ভাবে পুজো সম্পন্ন করতে পুর নিগমের, বোরো চেয়ারম্যান, সচিব, বাস্তুকার বৃন্দ, জঞ্জাল অপসারণ বিভাগ ও বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের নিয়ে ৪৩ এবং ৪৪ নং ওয়ার্ডের সমস্ত ছট্ ঘাট সরজমিনে পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব।

তিনি এদিন সকালেই চলে যান ছট্ঘাটে এবং গোটা এলাকা ঘুরে ঘুরে পরিদর্শন করেন এম আই সি দের সাথে। তিনি পরে জানান আমরা ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করব আবার প্রত্যেক পূজোতেও আনন্দ করব। তবে আমাদের সবাইকে এক হয়ে চলতে হবে। যার যেটা কাজ তাকে সেটাই করতে হবে। আর সবাইকে সচেতন থাকতে হবে। তবেই আমাদের সবকিছুতে সাফল্য আসবে জানালেন মেয়র। পূজো এখনো দেরী আছে তাই আমাদের হাতেও বেশ কিছুদিন সময় আছে জানালেন মেয়র।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *