ছাত্রীকে কুরুচিকর মন্তব্য, শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়
TODAYS বাংলা, অঙ্কিতা দাস
: এবার হোয়াটসঅ্যাপে এক ছাত্রীকে কুরুচিকর মন্তব্যের জেরে উঠল অভিযোগ। সেই অভিযোগের বিরুদ্ধে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আরো একবার অভিযোগ দায়ের হল থানায়।

প্রসঙ্গত, সোমবার রাতে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে হাওড়ার সাঁকরাইল থানায়। অভিযোগকারিণী যুব তৃণমূলের সক্রিয় কর্মী। তাঁর দাবি, মুখে মহিলাদের সম্মানের কথা বললেও, তাঁর মতো ছাত্রীকে নিয়েও কুরুচিকর মন্তব্য করেন শুভেন্দু। তাতে সম্মানহানি হয়েছে বলে মনে করছেন তিনি। তাই, সরাসরি আইনের দ্বারস্থ হয়েছেন। অভিযোগকারী দাবি জানায়, বিরোধী দলনেতার আরোগ্য কামনার জন্য মোবাইলে মেসেজ করে জানান ‘গেট ওয়েল সুন’। তার জবাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে কুরুচিকর মন্তব্য লিখে পাঠান শুভেন্দু। এরপর, বিজেপির আইটি সেল থেকেও তাঁকে হুমকি দেওয়া হয় বলে দাবি ওই ছাত্রীর।