জলপাইগুড়ি সীমান্তে আটক ১২০০ বাংলাদেশি!
TODAYS বাংলা: বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর তরফ থেকে বুধবার জানানো হয় যে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত (আইবি) বরাবর বাংলাদেশিদের একটি বৃহৎ গোষ্ঠীর একটি “উল্লেখযোগ্য” অনুপ্রবেশের প্রচেষ্টাকে ব্যর্থ করেছে তারা। কর্মকর্তারা জানিয়েছেন, বাহিনীটির কর্মীরা প্রায় 120-140 জন বাংলাদেশি নাগরিককে থামিয়েছে যারা পূর্ব রাজ্যের একাধিক স্থান থেকে ভারতের দিকে পাড়ি দেওয়ার চেষ্টা করছিল।

এক বিবৃতিতে বলা হয়েছে, “বিএসএফ সদস্যরা দ্রুত সংঘবদ্ধ হয়ে বিজিবির সহযোগিতায়, ভিড়কে ছত্রভঙ্গ করে, আন্তর্জাতিক সীমান্ত লঙ্ঘন প্রতিরোধ করে।” বাংলাদেশে কার্যত নৈরাজ্য চলছে। সেই কারণেই বাংলাদেশ থেকে ভারতে যে অনুপ্রবেশ ঘটতে পারে সেই আশঙ্কা আগেই করা হয়েছিল প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করার পরেই বাংলাদেশ ও ভারতের সীমান্তে কড়া নজরদারি শুরু হয়। বিএসএফ কড়া নিরাপত্তার বলয় আরও আটোসাঁটো করে। তার মধ্যেই এদিন জলপাইগুড়িতে ধরা পড়ল অনুপ্রবেশের চেষ্টা। জলপাইগুড়ির বেরুবাড়ি সীমান্ত নিয়ে ভারতে ঢোকার চেষ্টা প্রায় ১২০০ বাংলাদেশির। কাঁটাতারবিহীন চিলাডাঙা সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে গেলে , তাঁদের আটকে দেয় বিএসএফ।