জাঁকিয়ে শীত ডিসেম্বরে, কমবে অনেক খানি তাপমাত্রার পারদ
Todays bangla :রাজ্যে এবার শীতের দেখা মিলবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে। আপাতত শীতের আমেজ বোঝা যাচ্ছে না ভোর ও রাত ছাড়া। আগামী ৪৮ ঘণ্টায় আরও ২ ডিগ্রি পর্যন্ত পারাদ পতনের পূর্বাভাস রয়েছে রাজ্যজুড়েই।

এদিকে কাল রাতের তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা এই সময়ের স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। দিনের তাপমাত্রা ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। জলীয় বাষ্পের পরিমাণ কমে সর্বাধিক ৪৫ শতাংশ। ১৫ডিগ্রির নীচে আসতে পারে তাপমাত্রা ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে। হাওয়া অফিস জানিয়েছেন, জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত শীত থাকবে জোর কদমে। অবশ্য আজ কলকাতার আকাশ থাকবে পরিষ্কার এবং মেঘ মুক্ত এবং বঙ্গোপসাগরে আগামী চার দিন থাকবে জলীয় বাষ্পপুর্ণ হাওয়ার।
তবে আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ভারতের রাজ্যে। বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কর্ণাটক কেরালা তামিলনাডু এবং লাক্ষাদ্বীপ সহ-সংলগ্ন এলাকায়। আগামী ৪৮ ঘণ্টায় প্রবল কুয়াশার সতর্কতা পাঞ্জাব ও হিমাচল প্রদেশ এই দুই রাজ্যে। কুয়াশা হতে পারে আগামী তিন দিন ওড়িশা রাজ্যে। অন্যদিকে আগামী দু তিন দিন কুয়াশার সতর্কতা থাকছে উত্তর প্রদেশের কিছু এলাকায় এবং আসাম মেঘালয় মনিপুর মিজোরাম এবং ত্রিপুরাতে।