জামিন তো দুর, আরও দুর্নীতির জালে জড়িয়ে পড়ছেন পার্থ চট্টোপাধ্যায়
TODAYS বাংলা: প্রেসিডেন্সি জেলে দুর্গাপ্রতিমার পায়ে মাথা ঠেকিয়ে কেঁদেও লাভ হল না। জামিন তো মিলছেই না। উলটে আষ্টেপিষ্টে তাঁকে বাঁধছে সিবিআই। হ্যাঁ, তিনি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হন তিনি। আগে একাধিকবার নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তবে শুরু থেকেই সিবিআই আদালতে দাবি করে আসছে, পার্থ চট্টোপাধ্যায়ই নিয়োগ দুর্নীতির অন্যতম প্রধান মাথা। এবার পার্থ চট্টোপাধ্যায়ের সুপারিশেই প্রাথমিকে ‘অযোগ্য’ প্রার্থীদের চাকরি হয়েছিল। সিবিআই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে বলে সূত্রের খবর। বিকাশ ভবন থেকে পাওয়া নথি থেকেই এই সংক্রান্ত তথ্য পেয়েছেন তদন্তকারীরা।
