জামিন পেলেন না কলতান দাশগুপ্ত
TODAYS বাংলা: জামিন পেলেন না কলতান দাশগুপ্ত। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দিল বিধাননগর আদালত।সিপিএমের কলকাতা জেলা কমিটিরও সদস্য এই যুবনেতা। গ্রেফতার হওয়ার পর কলতান নিজে দাবি করেছিলেন, “নিশ্চয়ই এর পিছনে ষড়যন্ত্র আছে। না হলে নির্যাতিতার বিচারের আসল আন্দোলনের থেকে এ ভাবে দৃষ্টি কেন ঘুরিয়ে দেওয়া হল?” তাঁর পাশে দাঁড়িয়েছে সিপিএম।জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার আশঙ্কা সংক্রান্ত একটি ফোনালাপের অডিয়ো শুক্রবারই প্রকাশ্যে এসেছিল।
