জিতেও পৌরসভায় প্রবেশ থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ বাঁকুড়ায়
TODAYS বাংলা : শেষ হয়েছে পুরভোট। ফল ঘোষণাও হয়ে গিয়েছে। জেলায়-জেলায় সবুজ ঝড় উঠেছে। শপথ গ্রহণ পর্ব শেষ হয়েছে কাউন্সিলরদের। কিন্তু তারপরও উত্তেজনা কমছে না।

বাঁকুড়ায় অভিযোগ উঠছে বিরোধী ও নির্দল কাউন্সিলররা পুরসভায় বঞ্চিত। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রবেশে বাধা বিরোধীদের। পুলিশের সঙ্গে তুমুল বচসা। ঘটনায় উত্তেজনা ছড়ালো গোটা এলাকায়।

সূত্রের খবর, বাঁকুড়ার বিষ্ণুপুরের ঘটনা। অভিযোগ, জয়ী বিরোধী কাউন্সিলরদের পুরসভায় বসতে দেওয়া হচ্ছে না। বাধা দেওয়া হচ্ছে পুরসভায় প্রবেশের ক্ষেত্রেও। এরপর সেই এক ছবি, মঙ্গলবার শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রবেশের সময় পুলিশ বাধা দিলে বিরোধী কাউন্সিলরদের সঙ্গে তুমুল বচসায় জড়ায় পুলিশ।

সদ্য শেষ হওয়া পুরসভা নির্বাচনে বিষ্ণুপুর পুরসভায় একক সংখ্যাগরিষ্ঠতা পায় তৃণমূল। বেশ কয়েকটি আসনে জয় পায় কংগ্রেস, নির্দল ও বিজেপি প্রার্থীরা। অভিযোগ, পুরসভার কাউন্সিলর হয়েও বিরোধীদের কোনও রকম গুরুত্ব দেওয়া হচ্ছে না। পুরসভায় কাউন্সিলরদের বসার জায়গায় তৃণমূল কাউন্সিলর এমনকী তৃণমূলের নেতারা অনায়াসে প্রবেশাধিকার পেলেও বিরোধী কাউন্সিলরদের ক্ষেত্রে সেসব কিছুই দেখা যাচ্ছে না। জানা গিয়েছে পুরসভায় প্রবেশ পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না।

আজ বিষ্ণুপুর পুরসভায় কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ৪ নম্বর ওয়ার্ডের সদ্য জয়ী কংগ্রেস কাউন্সিলর শ্রীকান্ত বন্দ্যোপাধ্যায় প্রবেশ করতে গেলে পুলিশ তাঁকে বাধা দেয় বলে অভিযোগ।

এরপরই পুলিশের সঙ্গে তুমুল বচসায় জড়িয়ে পড়েন ওই কংগ্রেস কাউন্সিলর। এই বচসার জেরেই পুরসভা চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রীকান্ত ব্যানার্জীর দাবি শুধু কংগ্রেস কাউন্সিলর নয় নির্দল কাউন্সিলরদের প্রতিও একই আচরণ করা হচ্ছে।