জীবনের ঝুকি নিয়ে মানুষের বিপদে ঝাপিয়ে পড়েছিলেন মানিক ও মনোজ
TODAYS বাংলা: জীবনের ঝুকি নিয়ে মানুষের বিপদে ঝাপিয়ে পড়েছিলেন ওরা দুজন।সেই মানিক এবং মনোজের হাতে আজ পুরষ্কার তুলে দিলেন দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ। আজ শিলিগুড়ির কলেজপাড়াতে জগধাত্রী পূজোর উদ্বোধন করতে বিশেষ অতিথি হিসাবে এসেছিলেন ওরা। তাদের আজ সন্মানিত করলেন কলেজ পাড়ার জগধাত্রী পূজো কমিটির সদস্যরা। জেলা সভাপতি আজ জানালেন যারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের বিপদে ঝাপিয়ে পড়লেন তাদের সন্মান জানানো আমাদের কর্তব্য।

আর সেটাই আমরা করলাম। আমরা ভবিষ্যতেও ওদের যেকোন প্রয়োজনে ওদের পাশে থাকবো বলে জানালেন জেলা সভাপতি।এদিকে বাস্তবের দুই হিরো জানালেন আপাতত মন দিয়ে চাকরি করতে চান তারা।তাদের বাবা মা আনন্দে ছট্ফট করছেন।গোটা শহর গর্বিত তাদের জন্য। তাই তারা তাদের শহরের জন্য কিছু করতে চান বলে জানালেন।আর এটাই আমাদের একমাত্র লক্ষ বলে জানিয়ে দিলেন তারা।