জেলা সফরে যাওয়ার জন্য প্রস্তুত মুখ্যমন্ত্রী !
TODAYS বাংলা: এই উৎসব–পর্ব মিটে গেলেই কুৎসা, অপপ্রচার এবং বাংলাকে বদনাম করার জবাব দিতে একের পর এক জেলা সফর করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই প্রত্যেক জেলায় কর্মসূচি নিতে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা–নেত্রীদের। বাড়ি বাড়ি প্রচার, পথসভা এবং মিছিল করতে বলা হয়েছে বলে সূত্রের খবর। আর তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে গিয়ে মানুষের সামনে তুলে ধরবেন সিপিএম–বিজেপি কেমন করে বাংলাকে বদনাম করার চেষ্টা করছে। কদিন আগেই রাজ্যবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার স্বয়ং জেলা সফরে গিয়ে হাটে হাঁড়ি ভেঙে দিতে চান তিনি। তখনই এই অচলাবস্থা নিয়ে মুখ খুলবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। চলতি মাসের শেষের দিকে জেলা সফর শুরু করবেন মুখ্যমন্ত্রী।