April 20, 2025 | Sunday | 10:47 PM

জেলে অসুস্থ প্রাক্তন খাদ্যমন্ত্রী, রাতারাতি নিয়ে যাওয়া হয়এসএসকেএম হাসপাতালে

0

TODAYS বাংলা: প্রেসিডেন্সি জেলে অসুস্থ হয়ে পড়লেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মঙ্গলবার বুকে ব্যথা অনুভব করেন তিনি। রাতেই তাঁকে জেল থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার রাতেই এসএসকেএম হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেন। চিকিৎসকদের পরামর্শেই তাঁকে জেল থেকে হাসপাতালের কার্ডিওলজির জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানেই তাঁর চিকিৎসা হয়।

বেশ কয়েকটি পরীক্ষাও করা হয়। তবে রিপোর্টে তেমন উদ্বেগজনক কিছু না থাকায় প্রয়োজনীয় ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয় জ্যোতিপ্রিয়কে। রাতেই জেলে ফিরিয়ে আনা হয় তাঁকে। রেশন দুর্নীতি মামলায় গত অক্টোবর মাসে ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী। গ্রেফতার হওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তখন তাঁকে এসএসকেএমে ভর্তি করানো হয়েছিল। জানা গিয়েছিল, প্রাক্তনমন্ত্রীর রক্তচাপের সমস্যা রয়েছে। আইসিইউতে ছিলেন দিন কয়েক। তার পর জেলেও একাধিক বার অসুস্থ হয়ে পড়েন তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *