ঝগড়া করতে করতে স্বামীর গায়ে গরম দুধ ছুঁড়ে দিলো স্ত্রী, গ্রেফতার করলো বর্ধমানের জামালপুর থানার পুলিশ
TODAYS বাংলা: ঝগড়া করতে করতে স্বামীর গায়ে ফুটন্ত দুধ ঢেলে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্ব বর্ধমানের জামালপুর থানার ঘটনা।পুলিশ সূত্রে খবর, জামালপুর থানার দ্বীপের মানার বাসিন্দা তারাপদ সাঁতরার সঙ্গে কয়েক বছর আগে পূজার বিয়ে হয়।

প্রতিবেশীরা জানিয়েছেন, ওই দম্পতির প্রায়শই অশান্তি হত। সোমবার সকাল ৮টা নাগাদ স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া হচ্ছিল। অভিযোগ, সেই সময় উত্তেজিত হয়ে পড়েন পূজা। উনুনে দুধ বসানো ছিল। সেই ফুটন্ত দুধের কড়াই তুলে পূজা স্বামীর দিকে ছুড়ে দেন বলে অভিযোগ।জানা গিয়েছে, ওই দম্পতির এক শিশুসন্তান রয়েছে।পূজাকে বর্ধমান সিজেএম আদালতে হাজির করিয়েছিল পুলিশ। তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে বুধবার আবার আদালতে হাজির করানোর নির্দেশ দেন বিচারক।