April 21, 2025 | Monday | 12:09 PM

টাকা তছরুপের অভিযোগ ব্যাঙ্কের চেয়ারম্যানের বিরুদ্ধে

0

রাকেশ চক্রবর্তী, হুগলীঃ হুগলীর কোন্নগর নবগ্রাম পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান মানস রায়ের বিরুদ্ধে টাকা তচরুপের অভিযোগ এনে পোস্টার পড়ল নবগ্রাম পঞ্চায়েত এলাকায়। নবগ্রামের বিভিন্ন এলাকায় পোস্টারে ছেয়ে যায় এই পোস্টারে । ব্যাঙ্ক সদস্যদের অভিযোগ, কোন্নগর নবগ্রাম পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান মানস রায় খেয়াল খুশি মত কাজ করেন।পছন্দের লোকজনকে ঋণ দেন। এ সব চলছে দীর্ঘদিন ধরে।

নবগ্রামের বাসিন্দারা জানান আগেও এই রকম পোস্টার পরেছে।ব্যাঙ্ক চলে মুষ্টিমেয় কিছু লোক নিয়ে।চেয়ারম্যানের বিরুদ্ধে অনেক অভিযোগ শোনা যায়।নবগ্রাম অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব মজুমদার বলেন,পোস্টার পরেছে শুনলাম।ব্যাঙ্কের ভিতরের লোকজনই এর পিছনে রয়েছে।তারা অসন্তুষ্ট ব্যাঙ্ক পরিচালনার কাজে।আমাকে বলেছে কয়েকজন।আমি চাইব কোনো দূর্নীতি হলে তার তদন্ত হোক।কারন আমাদের সরকারের আমলে অন্যান্য কো-অপারেটিভ ব্যাঙ্কের দূর্নীতির তদন্ত হয়েছে।আর নবগ্রাম ব্যাঙ্ক নিয়ে শুনেছি মন্ত্রীর কাছেও চিঠি গেছে।
কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান মানস রায় বলন,আমরা প্রতিষ্ঠান টাকে বাঁচানোর চেষ্টা করছি তাই কিছু স্বার্থান্বেষী মানুষের ঘা লেগেছে।তাই তারা এসব করছে।ব্যাঙ্কের দায়িত্ব নেবার পর ঘুঘুর বাসা ভেঙে দিয়েছি।আগে ছিল একটা নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হলে তবেই সদস্য হতে পারবে।আমি দায়িত্ব নেবার পর অনেক লোন রিকভারি করেছি। এখন ব্যাঙ্কের সম্পদ বেড়েছে এটা নবগ্রামের মানুষকে জানাতে চাই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *