ডক্টর নির্মল মাজির উদ্যোগে উলুবেড়িয়ার আমতায় বসন্ত উৎসব আয়োজিত হলো
TODAYS বাংলা: আজকের বসন্ত উৎসব ২০২৩ অনুষ্ঠিত হয়ে গেল হাওড়া উলুবেড়িয়া আমতা অঞ্চলে। আমাদের রাজ্যের মাননীয় বিধায়ক এবং ইন্ডিয়ান মেডিক্যাল অ্যসোসিয়েশনের বেঙ্গল বোর্ডের প্রেসিডেন্ট ডক্টর নির্মল মাজির উদ্যোগে আজকের বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়ে গেল। এই বসন্ত উৎসবের সব থেকে আকষণীয় মুহুর্ত ছিলো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী এবং আমাদের রাজ্যের মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদিকা পায়েল সরকার এবং উপস্থিত ছিলেন আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।


আমাদের গর্ব ডক্টর নির্মল মাজিকে পায়েল সরকার পড়িয়ে দিলেন শান্তিপুরের নদীয়ার বিখ্যাত মুক্তোর মুকুট এবং মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ডক্টর নির্মল মাজির হাতে পায়েল সরকার তুলে দিলেন চেয়্যারম্যান বুম্বা মুখার্জির উদ্যোগে হিউম্যানটেরিয়ান অ্যাওয়ার্ড ২০২৩ । ডক্টর নির্মল মাজি – হলো সেই মানুষ যিনি বিনা খরচে ৪০ বছর ধরে চিকিৎসা প্রদান করেছে এবং করোনার মত মহামারীতে বিনা মূল্যে মানুষের কাছে চিকিৎসা প্রদান করেছেন।
প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রোগ্রামের সূচনা ঘটে এবং ছিলো নানারকম কালচারাল প্রোগ্রামের আসর।
বিখ্যাত সঙ্গীত শিল্পী মল্লিকা ব্যানার্জীর গানের ছোঁয়ায় পুরো প্রোগ্রামটি ফুটে উঠেছে।

