ডেঙ্গুকে রোধ করতে আজ নিজেই ওয়ার্ডে ঘুরে ধোয়া এবং তেল দিলেন শিলিগুড়ির ২৮নং ওয়ার্ডের কাউন্সিলার সম্প্রিতা দাস
TODAYS বাংলা: ডেঙ্গুকে রোধ করতে আজ নিজেই ওয়ার্ডে ঘুরে ধোয়া এবং তেল দিলেন শিলিগুড়ির ২৮নং ওয়ার্ডের কাউন্সিলার সম্প্রিতা দাস। আজ সকালে তিনি তার গোটা ওয়ার্ড ঘুরেই ওয়ার্ডের শ্রমিকদের নিয়ে তেল এবং ধোয়া দিলেন। শিলিগুড়ির 28নং ওয়ার্ডের এই কাউন্সিলার শিলিগুড়ি পুরনিগমের সবচাইতে কনিষ্ঠ কাউন্সিলার।তা হয়েও তিনি যেভাবে কাজ করে চলেছেন তা সকালের প্রশংশা কুড়িয়েছে।

তিনি জানালেন আর কিছু নয়,আমি আমার ওয়ার্ড নিয়ে ভাবছি।কিভাবে আমার ওয়ার্ডকে ডেঙ্গুর কবল থেকে রক্ষা করা যায় সেটা নিয়েই আপাতত আমার মাথা ব্যাথা। নিজে তো উদ্যেগ নিয়ে কাজ করেই চলেছেন এই কাউন্সিলার তার সাথে সাথে পাড়ার বেশ কয়েকজন যুবককে দিয়েও কাজ করাচ্ছেন তিনি। জানালেন কাউন্সিলার যখন হয়েই ছি তখন আমি কত ছোট বা কত বড় দেখলে চলবে না,আমাকে মানুষের জন্য কাজ করে যেতে হবে। আমার আপাতত লক্ষ ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই এ জেতা,কারন আমাকে আমার ওয়ার্ডের মানুষকে রক্ষা করতে হবে জানালেন সম্প্রিতা দাস শিলিগুড়ির আঠাশ নং ওয়ার্ড কাউন্সিলার।