ডেঙ্গু প্রতিরোধে সূর্যসেন কলেজের ছাত্রছাত্রীরা
TODAYS বাংলা: সূর্যসেন কলেজের ছাত্রছাত্রীরা আজ সকাল থেকেই বেড়িয়ে পড়ল ডেঙ্গুর প্রতিরোধ করতে। আজ সকালে তাদের দেখা গেল সব জায়গাতে জীবানুনাষক পাউডার ছড়াতে। আজ সকালেই সূর্যসেন কলেজের বিভিন্ন এলাকা জুড়ে ছাত্রছাত্রীরা ছড়ান জীবানুনাষক পাউডার।

সূর্যসেন কলেজের ছাত্রছাত্রীরা বরাবরই সামাজিক কাজের সাথে যুক্ত থাকেন এবারও তার ব্যাতিক্রম হল না। সবাই ঝাপিয়ে পড়লেন ডেঙ্গুর প্রতিরোধে। গোটা দেশবন্ধুপাড়া এলাকা জুড়ে ডেঙ্গুর আতঙ্ক ছড়িয়েছে প্রচুর। তাই আমরা ঝাপিয়েছি সমাজ রক্ষা করতে।জানালেন এক ছাত্রী জানালেন আমাদের লক্ষ পরিচ্ছন্ন এবং রোগমুক্ত শিলিগুড়ি তৈরী করতে। আপাতত সে লক্ষ্য নিয়ে আমরা চলছি।