ডোমজুড়ের এক গুদামে ডাকাতি, কয়েক ঘণ্টার মধ্যেই দুষ্কৃতীদের গ্রেফতার করলো পুলিশ
TODAYS বাংলা: রাতে ডোমজুড়ের জালান কমপ্লেক্সের এক গুদামের পাহারার দায়িত্বে ছিলেন এক জন মাত্র নিরাপত্তারক্ষী। তাই তাঁকে কব্জা করে ডাকাতি করতে অসুবিধা হয়নি ১০-১২ জনের। গুদামের মধ্যে থাকা দামি জিনিস লুট করে পালিয়েছিলেন তাঁরা। তবে ঘটনার ১২ ঘণ্টা কাটতে না কাটতেই ডাকাতির ঘটনার কিনারা করল হাওড়া সিটি পুলিশ। ডাকাতদলের চার জনকে গ্রেফতার করে তারা। পাশাপাশি উদ্ধার করা হয় চুরি যাওয়া সমস্ত মালপত্র।

পুলিশ সূত্রে খবর, শনিবার গভীর রাতে জালান কমপ্লেক্সের গুদামে হানা দেয় একদল ডাকাত। তখন সেই গুদামে পাহারা দিচ্ছিলেন এক জন নিরাপত্তারক্ষী। তাঁর হাত-মুখ সহজেই বেঁধে ফেলে ডাকাতেরা। তার পর ওই গুদামের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে তারা। তার পর মজুত থাকা চার টন দামি জিঙ্ক ধাতব বার নিয়ে চম্পট দেয় ডাকাতেরা। এমনকি, ঘটনাস্থল ছাড়ার সময় সিসিটিভি ক্যামেরার ফুটেজ স্টোরেজের যন্ত্র ডিভিআর তুলে নিয়ে যায়।