ঢাকিদের বায়না ডাকের প্রতীক্ষায়
TODAYS বাংলা: হুগলির গোঘাটের শ্যামবাজার রুইদাসপাড়ার অনেক ঢাকি বসে পুজো কমিটির ডাকের প্রতীক্ষায়। বাজার কেন মন্দা, তার পিছনে জোড়া কারণ দেখছেন তাঁরা: আর জি কর কাণ্ড এবং বন্যা।
বাপি রুইদাস ডাক পাননি। তিনি জানাচ্ছেন, দিনে ৫০০ টাকা মজুরি বাড়ানোর দাবি তোলার সিদ্ধান্ত হয়েছিল। যা পরিস্থিতি, সেই দাবি তোলার উপায় নেই। ডাকের অপেক্ষায় লক্ষ্মীচরণ, মহাদেব, মনোমত রুইদাসেরাও। তাঁরা জানান, চতুর্থীতে কলকাতার শোভাবাজার, শ্যামবাজার বা শিয়ালদহে চলে যাবেন। সেখানে অনেক পুজো কমিটি বায়না করতে আসে। বায়না না পেলে ফিরে আসবেন। কলকাতা বা ভিন্ রাজ্যে পুজোর ৫ দিন ঢাকিপিছু রোজগার ১০-১৫ হাজার টাকা। হুগলি বা আশপাশের জেলায় মেলে দিনে হাজার টাকার মতো।
