দক্ষিণ কলকাতার এই জায়গাগুলোতে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে, জেনে নিন বৃত্তান্ত
TODAYS বাংলা: মার্চ মাস এর শুরু থেকে গরমে নাজেহাল রাজ্যবাসী। বিশেষ করে মহানগরীর তাপমাত্রা ঊর্ধ্বমুখী।

এরইমধ্যে কলকাতা পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে আগামী শনিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকাতে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে।

এদিন 7,10,11,12 নম্বর বোরো গুলিতে কাজ হবে, সেই কারণে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে পানীয় জল পরিষেবা।

হাতিবাগান, গড়িয়া, সহ বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। তবে কলকাতা পৌরসভার পক্ষ থেকে ট্যাংকার করে আগাম পানীয় জলের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে।
