দমদম তরুণ দল এবারের থিম “সিটি অফ জয় “
TODAYS বাংলা: দীর্ঘ ৩৬৫ দিনের অপেক্ষার পর মা আসেন আমাদের ঘরে। আমরা প্রাণপণে অপেক্ষা করে থাকি। পুজোর কেনা কাটা শুরু হয়ে যায় দীর্ঘ দিন আগে থেকেই। সাথে শুরু হয় প্যান্ডেল তৈরির কাজ। এবারে দমদম তরুণ দল কি থিম করেছে তা বিষয়ে কথা বলে যা জানালেন-
পুজো কমিটির নাম
দমদম তরুণ দল

১) আপনাদের দুর্গা পুজো কতদিনের : ৪৫তম বর্ষ
২) এবারের থিম কি : সিটি অফ জয়

৩) প্যান্ডেল তৈরি হওয়ার উদ্যোগ পুজোর কতদিন আগে থেকে নেওয়া হয় : ২রা জুলাই ২০২২ (প্রায় ২মাস)
৪) থিমের ভাবনার কারণ : কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কো-র ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি-র তালিকায় অন্তর্ভুক্তির হওয়ার কারণে আমরা সকলেই গর্বিত তাই সেই কলকাতাকে আরো একবার ফিরে দেখা।





