দিওয়ালির আগেই বৈঠক করতে কলকাতায় আসছেন অমিত শাহ
TODAYS বাংলা: দীপাবলির প্রাক্কালে রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ। আগামী ২৪ অক্টোবর কলকাতায় সাংগঠনিক বৈঠক রয়েছে বঙ্গ–বিজেপির নেতাদের সঙ্গে বলে সূত্রের খবর। দুর্গাপুজোর সময় আসার কথা ছিল শাহের। কিন্তু তিনি তখন আসতে পারেননি। তাই জেপি নড্ডাকে বাংলায় পাঠিয়েছিলেন। অমিত শাহের বঙ্গ–সফরের মধ্যে দিয়েই বাংলায় বিজেপির অন্দরে রদবদল হতে পারে বলে মনে করছেন অনেকে। আর গোটা দেশে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়ে গিয়েছে। সেখানে আরজি কর হাসপাতালের ঘটনার জেরে এই কর্মসূচিতে কিছুটা ছাড় পেয়েছিলেন বাংলার বিজেপি নেতারা। এবার অমিত শাহ সেই কর্মসূচিতে গতি আনতে এবং নেতাদের বার্তা দিতে আসছেন।