দিদির দূত হিসাবে আঠারোখাই এবং গোসাইপুরে জেলা সভাপতি পাপিয়া ঘোষ
TODAYS বাংলা: দিদির দূত হিসাবে আজকে আঠারোখাই এবং গোসাইপুরে জেলা সভাপতি পাপিয়া ঘোষ। আজ সকালে দিদির দূত হিসেবে তিনি আঠারোখাই এবং গোসাইপুরের বুথে বুথে ঘুরলেন।তার সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত এলাকার কর্মীরা।এদিন জেলা সভাপতি প্রথমে আঠারখাই এবং পরে গোসাইপুরের বুথে বুথে গিয়ে বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেস সাধারন কর্মী এবং সাধারন মানুষের সাথে অনেকক্ষন কথা বলেন।কার কি অসুবিধা কে কি সুযোগ সুবিধা পাচ্ছেন না মুখ্যমন্ত্রী প্রকল্পের সেটা দেখে তার দলের কর্মীদের নির্দেশ দেন যাতে অবিলম্বে এই মানুষেরা সূযোগ সুবিধা পায়।

প্রতিটি এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে সবার সুবিধা এবং অসুবিধার কথা জিঞ্জাসা করেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ।তিনি জানান আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সাধারন মানুষের কথা ভেবেই দিদির দূত প্রকল্প তৈরী করেছেন।এখন আমাদের প্রত্যেকের দায়িত্ব তার সঠিকভাবে রুপায়ন করা।মানুষ বুঝতে পারছেন না কিভাবে আবেদন করলে এইসব প্রকল্পের সূযোগ সুবিধা পাওয়া যাবে।আমরা দিদির দূতেরা সেইসব মানুষের কাছেই পৌঁছনোর চেষ্টা করছি যারা এই সমস্ত প্রকল্পগুলির সূযোগ সুবিধা থেকে অনেকটাই দুরে আছেন।আমাদের লক্ষ ঘরে ঘরে দিদির প্রকল্পের সুবিধা পৌছে দেওয়া।আর সেটা করতে পারলেই আমাদের লক্ষ পূরন হবে। এদিন এই দুটি পঞ্চায়েত এলাকার গ্রামে গ্রামে ঘুরে জেলা সভাপতি প্রত্যেক মানুষের সুবিধা এবং অসুবিধার কথা মন দিয়ে শোনেন।অনেকেই তাকে সামনে পেয়ে অভিযোগ করেন তাদের সমস্যার কথা।জেলা সভাপতি তাদের শান্ত করে তাদের কথা দেন দিদির দূত হিসেবে যারা আসবেন তারাই সমস্ত সমস্যার সমাধান করে দেবেন।আমরা মানুষের কাছে গিয়ে শুনছি তাদের সমস্যার কথা, চেষ্টা করছি সেই সমস্যাগুলির সমাধানের অকপট জেলা সভাপতি পাপিয়া ঘোষ।