দুজন চিকিৎসক অসুস্থ হওয়ার পর আরও দুজন চিকিৎসক অনশনে বসলেন!
TODAYS বাংলা: চিকিৎসকরা বলেছিলেন দুজন চিকিৎসক অসুস্থ হয়ে পড়লে আরও দুজন চিকিৎসক অনশন বসে পড়বেন। কথা রাখলেন চিকিৎসকরা। মঙ্গলবার থেকে ফের অনশনে বসলেন আরও দুজন চিকিৎসক। তাঁরাও আমরণ অনশনে বসেছেন। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথ কলকাতার তৃতীয় বর্ষের কমিউনিটি মেডিসিনের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাঃ রুমেলিকা কুমার অনশনে বসলেন। মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় বর্ষের জেনারেল মেডিসিন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাঃ স্পন্দন চৌধুরী অনশনে বসছেন।