April 22, 2025 | Tuesday | 2:02 PM

দুপুর ২ টোর মধ্যে কোন কোন ডাক্তার কাজে আসছেন রিপোর্ট পাঠানোর নির্দেশ রাজ্য স্বাস্থ্য দফতরের

0

TODAYS বাংলা: রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে রাজ্যের সব হাসপাতালকে জরুরি ভিত্তিতে নির্দেশ পাঠিয়ে বলা হল, দুপুর ২টোর মধ্যে জমা দিতে হবে ওই সংক্রান্ত রিপোর্ট।

গত এক মাস ধরেই আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য। আঙুল উঠেছে রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার দিকেও। প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকেরা। সুপ্রিম কোর্টের নির্দেশেও ওঠেনি কর্মবিরতি। বরং ছয় দফা দাবি নিয়ে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন তাঁরা। সুপ্রিম কোর্টের নির্দেশের ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও কাজে যোগ দেননি কেউ। এই আবহেই এ বার স্বাস্থ্য ভবন জানিয়ে দিল, কারা কাজে আসছেন, অবিলম্বে জমা দিতে হবে সেই সংক্রান্ত রিপোর্ট।

রাজ্যের সব হাসপাতাল কর্তৃপক্ষকেই ওই নির্দেশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের ৯ সেপ্টেম্বরের নির্দেশের প্রসঙ্গ উল্লেখ করে স্বাস্থ্য ভবনের তরফে বলা হয়েছে, দুপুরের মধ্যে একটি নির্দিষ্ট ফর্মে ওই পরিসংখ্যান নথিভুক্ত করতে হবে। অর্থাৎ, এ বার কোন কোন জুনিয়র ডাক্তার কাজে আসছেন আর কারা আসছেন না, তার হিসাব রাখতে চাইছে রাজ্য। যদিও স্বাস্থ্য ভবনের দাবি, এটি একটি নিয়মমাফিক প্রক্রিয়া মাত্র। এর সঙ্গে চলমান আন্দোলনের কোনও সম্পর্ক নেই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *