দুয়ারে পার্সেল পরিষেবা!
পূর্বা রায়, TODAYS বাংলা: তিলোত্তমা শহর কলকাতার বুকে ভারতীয় ডাক বিভাগের নতুন পরিষেবা চালু হচ্ছে “পার্সেল অন হুইলস”।

মূলত যেসব প্রবীণ নাগরিক রয়েছেন তারা ডাক বিভাগে গিয়ে বা পার্সেল পাঠানোর কোন সংস্থার কাছে গিয়ে উঠতে পারেন না তাদের কথা মাথায় রেখে শহরে চালু হচ্ছে নতুন প্রকল্প।

এবার থেকে বাড়ি বসেই পাঠানো যাবে স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্ট বা যে কোন পার্সেল। প্রবীণ নাগরিকদের আর কষ্ট করে যেতে হবে না সুদূরে পার্সেল সংস্থার কাছে, পার্সেল ভ্যান আসবে নিজেই বাড়ির দরজার সামনে।

বুধবার এই প্রকল্প আনুষ্ঠানিকভাবে চালু হলো সল্টলেক, নিউটাউন, কেষ্ট পুর, পার্ক সার্কাস, আমহার্স্ট ষ্ট্রিট এলাকার মধ্য দিয়ে।

এমন অভিনব উদ্যোগটি সূচনা করেন কলকাতার পোস্টমাস্টার জেনারেল নিরাজকুমার। এমনকি শহরের বাণিজ্যকেন্দ্র বড়বাজারে ও চালু হয়েছে এই নতুন পরিষেবা।