দেশে করোনা গ্রাফ ফের ঊর্ধ্বমুখী
TODAYS বাংলা : দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ফের বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা বাড়ল।

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৮১ জন। সোমবার ১ হাজার ৫৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছিল। রবিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৭৬১।

এদিকে দেশে গত ২৪ করোনায় মৃত্যু হয়েছে ৩৩ জনের। সোমবার দেশে করোনা কোপে মৃত্যু হয়েছিল ৩১ জনের। রবিবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১২৭। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৬ হাজার ৫৪৩ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪১ জন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৪ কোটি ২৪ লক্ষ ৭০ হাজার ৫১৫ জন। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ২৩ হাজার ৯১৩।

বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬০ লক্ষ ৯৩ হাজার ৫১৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪৭ কোটি ২০ লক্ষ ৪৮ হাজার ৪৮৬।